Loading...
Loading...
Loading...
Monday - Sunday : 10.00 AM - 7.00 PM

Blogs

Home Our Blogs
Acharya Shrestha Chanakya Foundation

Blog Details

বসন্ত কুমারী

বসন্ত কুমারী

বসন্তের মৃদু বাতাসের তালে ,

শুকনো জীর্ণ পাতা ঝরে পড়ে;

কোকিলের সুমধুর কুজন করে, প্রকৃতিকে মুগ্ধ।

 

আমি বেঞ্চে আছি বসে,

পলাশ গাছের নিচে;

জীর্ণ পাতা ঝরে পড়ে, 

আমার মুখের ওপরে।

 

ঝরে পড়া লাল লাল পাতায় পূর্ণ হয়ে গেছে, 

আমার পাশের ফাঁকা জায়গাটা

এভাবেই আমার মনের দুঃখ কষ্ট;

জীর্ণ পাতায় ভরিয়ে দিয়েছে বসন্ত কুমারীটা।

 

আমি বসন্ত কুমারীকে কত ডাকি 

সাড়া সে আর দেয় না।

শুধু আমার হৃদয়ে উপস্থিতির

অনুভূতির যোগান দেয় মাত্র।

 

Sari sari পলাশ বৃক্ষ 

আছে দাঁড়িয়ে,

তাদের শির উচু করে 

বসন্ত কুমারীর খোঁজে।

 

বসন্ত কুমারীটি বিদায় জানায় নিঃশব্দে ,

বেরিয়ে পড়ে পরের বছরের যাত্রায়,

কোকিলকে বোবা বানিয়ে ।।

Close