Loading...
Loading...
Loading...
Monday - Sunday : 10.00 AM - 7.00 PM

Blogs

Home Our Blogs
Acharya Shrestha Chanakya Foundation

Blog Details

আমার মাতৃভাষা

আমার মাতৃভাষা 

 

"মোদের গরব ,মোদের আশা,

আমার বাংলা ভাষা............"

 

যে ভাষা আমায় দিয়েছে প্রাণ যে ভাষা আমার মুখে দিয়েছে মা বলার টান,

যে ভাষা জানে অভিমান 

যে ভাষায় বাউলের কন্ঠে ওঠে গান,

যে ভাষায় ফোটে বাংলার সোনালী ধান

সেই ভাষায় আমাকে দিয়েছে প্রাণ!

 

যে ভাষা আমাকে দিয়েছে কান্না

যে ভাষা আমাকে দিয়েছে হাসি

তাকে যে আমি বড্ড ভালোবাসি।

 

যে ভাষায় উজ্জীবিত হন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, নেতাজী সুভাষ

যে ভাষা রক্তে আনে শান্তির সুবাস।

 

যে ভাষা রক্তে দেয় দোলা 

যে ভাষায় চিৎকার করে যায় বলা ,

'বন্দেমাতরম' মন্ত্র,

যে ভাষায় বিপ্লবীরা চেয়েছেন স্বাধীনতা, গণতন্ত্র।

যে ভাষায় কাজী নজরুল বেধেছেন গান ,

সেই ভাষায় আমাদের সকলের সম্মান।

 

যে ভাষা আমাকে দেয় এক টুকরো ভালোবাসা

যে ভাষা আমাকে দেয় এক টুকরো দুঃখ

-আমি তাকে করি পথের আশা।

 

যে ভাষা আমাকে দেখায় স্বপ্ন

যে ভাষা আমাকে শোনায় জীবনের কলতান,

সেই ভাষাই আমার 'প্রাণ'।

 

"মোদের গরব মোদের আশা

আমার বাংলা ভাষা.........."

Close