বাংলা ভাষা
বাংলা আমাদের মাতৃ ভাষা
আমাদের মায়ের সমতুল্য
এই দুর্ভাগা মায়ের জন্য কত বাঙালি দিয়েছে প্রাণ,
তার জন্যই আমরা নিতে পেরেছি শান্তির ঘ্রাণ।
স্বরণে রাখবে বাঙালিরা একুশে ফেব্রুয়ারি,
যুবকদের রক্তে রক্তাক্ত হয়েছিল এই বঙ্গভূমি।
প্রতিটি সূক্ষ্ম মাটির দানা ,
মিশে গেছিলো রক্তের ফোটায়।
আমরা স্মরণে রাখবো এই দিন চিরো কাল,
আমরা গর্বিত আছি ছিলাম থাকবো ,
শুধু বাংলা মায়ের জন্য।
বাংলা ভাষা বাংলা জাতির গর্বের প্রতীক।
আমরা বাঙালি জাতি,
আমাদের প্রাণ বাংলা ভাষা ,
আমাদের বাসস্থান বঙ্গভূমি।
আমাদের রক্তের এক একটা ফোটায়,
মিশে আছে এই বাংলা ভাষা।