বিজ্ঞান দ্বারা প্রকৃতি বিপদগ্রস্ত
যুদ্ধ নয় শান্তি চাই
ধ্বংস নয় সৃষ্টি চাই
মরতে নয় বাঁচতে চাই
মারতে নয় বাঁচাতে চাই
ইতিহাস নষ্ট নয় গড়তে চাই
বিজ্ঞান গড়তে প্রকৃতিকে চাই
মানুষ হতে মনুষত্ববোধ চাই
এইসব করতে সঠিক নীতি-আদর্শ চাই!
সর্বশেষে প্রকৃতি একমাত্র সঠিক তা সমাজকে বোঝাতে চাই!
তবে শোনো প্রকৃতির কথা
পৃথিবীর জন্মলগ্ন থেকে প্রাণীর সৃষ্টি হওয়া পর্যন্ত চলে প্রাকৃতিক কর্মকাণ্ড যার মধ্যে বিজ্ঞানের কোন অস্তিত্বই নেই হ্যাঁ ধ্বংস সৃষ্টি অবশ্যই প্রকৃতির খেলা ততদিন সমস্ত কিছু প্রকৃতির হাতে ছিল , আস্তে আস্তে দিন যায় মাস যায় বছর যায় বছরের পর বছর যায় কোটি কোটি বছর যায় প্রাণী সৃষ্টি হয় ভগবানের সর্বশ্রেষ্ঠ জীবের সৃষ্টি হয় ব্যাস তা হতেই মানুষ তৈরি করে বিজ্ঞানের জগৎ যেখানে সেই মানুষ ভাবতে থাকে তারাও সৃষ্টিকর্তা ভগবান সমতুল্য পরেই ঘটে যায় সমাজের নতুন ভগবানের সঙ্গে পাল্লা দেওয়া আর সমাজ তার নাম দেয় বিজ্ঞান আমাদের ভাষায় যাকে বলে থাকি বিশেষ জ্ঞান!
আর এই বিশেষ জ্ঞানের পিছনে ছুটতে ছুটতে কখন যে এই বিশেষ জ্ঞান যুক্ত মানুষ ভুলে গেছে যে তাদের সৃষ্টি করেছে প্রকৃতি আর এই প্রকৃতির উপাদান দিয়েই তৈরি হয় বিশেষ জ্ঞানযুক্ত মানুষের আবিষ্কার এক কথায় যাকে সমাজের মানুষ বলে থাকি সমাজের প্রয়োজনের তাগিদে এটা নির্মাণ করা হয়! সমাজকে সভ্যতার পথ দেখাতে শুরু করে প্রকৃতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৈরি করা হয় বিজ্ঞানের জগৎ এবং সমাজের প্রতিটি মানুষের মনের মধ্যে গড়ে ওঠে নকল সভ্যতা যে সভ্যতা তিলে তিলে ধ্বংস করে ফেলছে সৃষ্টিকর্তার তৈরি করা প্রকৃতিকে!
তাইতো আজ সকলকে আহ্বান করি চলো সকলে মিলে আমাদের সকলের বেঁচে থাকার একমাত্র উপাদান এই প্রকৃতিকে রক্ষা করি!